সোমবার, ১ মার্চ, ২০১০

পলিটিকেল মুলো

একটা মজার গল্প বলি। শোনেন, ছেলেবেলার গল্প। শুনলে হাসতে হাসতে শুধু পেট না, পেট বেয়ে গলনালী ছাড়িয়ে আক্কল জিব্বা অবধি খিল ধরে যাবে। তো মুল ঘটনায় আসি। তখন আমি সবে স্কুলে ঢুকেছি.. স্কুলে নিয়মিত যেতাম না। ভাল লাগত না। গেলেও বেশিরভাগ সময়ই পালাতাম। তো একদিন নিয়মমত স্কুল পালিয়ে ফিরছি। শোনেন শোনেন, আসল ঘটনাটা শোনেন। আসল ঘটনা শোনলে কি যে মজা পাবেন চিন্তাও করতে পারবেন না। তো পথিমধ্যে রনের সাথে দেখা। রন কে চিনলেন না! আরে, ওই যে রন। আরে ওই যে,... ওই যে রন। চিনছেন তো? আচ্ছা। এখন, চুম্বক অংশে আসি। তো তখন হল কি............


[বি:দ্র: তারপরের অংশটুকু ভুলে গেছি। স্যরি!]

পরিশিষ্ট: আমাদের সরকার দলগুলো এইভাবে বেশিরভাগ কাজ বড়সড় মুলা দেখিয়ে বন্ধ করে দেয় কেন বুঝতেছি না! আমি তো তাও কারন দেখাই, স্যরি বলি, ওনারা তো কারনও দেখান না, স্যরিও বলেন না।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন